মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী দেশের ১২টি জেলা ও ১২৩টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন ঘোষণার সাথে শ্রীনগর উপজেলার নামও ঘোষণা করেন। এসময় শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আবুজাফর রিপন সহ সকলেই করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে সাধুবাদ জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পরপরই আশ্রয়ন দ্বিতীয় প্রকল্পের চতুর্থ ধাপে শ্রীনগর উপজেলার ২১ টি পরিবারের হাতে ২ শতাংশ জমি সহ পাকা ঘরের দলিল তুলে দেওয়া হয়। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন,ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, বীর মুক্তিযোদ্ধা,গনমাধ্যমকর্মী,জনপ্রতিনিধি,রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শ্রীনগর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন ঘোষণা করেছেন। এর পরও কেউ গৃহহীন-ভূমিহীন হিসাবে আবেদন করলে তা চলমান প্রক্রিয়ার আওতাভূক্ত হয়ে উপকারভোগী হতে পারবেন।