সিরাজগঞ্জে দুই চোর গ্রেফতার ভ্যান উদ্ধার
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ১৯:৫২ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভোগলমান সড়কে ২ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, পাশ্ববর্তী রায়গঞ্জ উপজেলার তেলজানা ও ধানগড়া গ্রামের মাহফুজ (২৬) ও চাঁন শেখ (৪০)। তাড়াশ থানার ওসি শহিদুল ইসএলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মঙ্গলবার গভীর রাতে তাড়াশ-ভোগলমান সড়কে পুলিশ টহল দিচ্ছিল। এ সড়কের উল্লেখিত স্থানে ওই ২ চোর টিউবওয়েলের মাথা ও দুটি ভ্যান চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশ তাদেরকে গ্রেফতার করে এবং পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ চুরির ঘটনা স্বীকার করে। তারা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে চুরি করে আসছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট্ধসঢ়; থানায় মামলা হয়েছে।