উখিয়ার বিভিন্ন স্থান পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ২১:৫৯ | অনলাইন সংস্করণ

  উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং, হলদিয়া পালং ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বিশ্ব ব্যাংকের ৮ সদস্যের প্রতিনিধি দল।

বুধবার(৯ আগস্ট) সকাল ১১টায় প্রতিনিধিদলটি রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত মাল্টিপারপাস সেন্টার ও বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সাথে কথা বলেন। 

পরে দুপুরে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের একটি সাইক্লোন শেল্টারে মতবিনিময় করেন অভিভাবক ও শিক্ষকদের সাথে। এসময় বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। একইদিন বিকেলে প্রতিনিধিদলটি কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করেন।