টেকনাফের অপহরণকারি চক্রের হোতা আরিফ অস্ত্রসহ গ্রেপ্তার

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ১৬:৫০ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপন আদায়কারি চক্রের হোতা আরিফুল ইসলাম আরিফ (৪৬) কে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে র‌্যাব ১৫।

বৃহস্পতিবার ভোরে উখিয়ার দক্ষিণ মরিচ্যার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন, র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

আরিফুল ইসলাম আরিফ টেকনাফের নতুন পল্লান পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে। এই আরিফ ৭ আগস্ট র‌্যাব অপহরণ চক্রের যে ৬ সদস্যকে গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে মুহিত কামালের বড় ভাই। আরিফের বিরুদ্ধে টেকনাফ থানায় ৪ টি মামলা রয়েছে বলে জানান মো. আবু সালাম চৌধুরী।

তিনি জানান, অবৈধ অস্ত্র সহ ঘুরা-ফেরাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে আরিফকে গ্রেপ্তার করা হয়। এ সময় দেহ তল্লাশী করে ১ টি দেশীয় তৈরী এলজি বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে নিশ্চিত হওয়া যায় আরিফ অপহরণ ও মুক্তিপণ আদায়কারির হোতা। এব্যাপারে অস্ত্র আইনে মামলা করে আরিফকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।