ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সাভারে নদী উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাভারে নদী উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাভারের বংশী নদীর তীরে অবৈধভাবে গড়ে উঠা ৫টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে নামা বাজার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নূর।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নূর, এরআগেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বংশী নদীকে দখলমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছিল। এবার নদীর তীরে সাভারের নামা বাজার এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি স্থাপনা উচ্ছেদ করা হল। এতে প্রায় তিন কোটি পচিশ লক্ষ টাকা মূল্যের ২৫ শতাংশ নদীর জমি উদ্ধার হয়েছে।

ভেঙে ফেলা স্থাপনাগুলোর মধ্যে দু’টি দোতলা ভবন এবং তিনটি একতলা টিনশেড গোডাউন ছিল। নদীর পরিবেশ রক্ষায় নিয়মিত এ ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উচ্ছেদ অভিযান পরিচালনাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি ছাড়াও সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

সাভার,উচ্ছেদ,প্রশাসন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত