সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ৭০ জনকে গ্রেফতার করেছে কামারখন্দ থানা পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে মাদকসহ বিভিন্ন চোরাই মালামাল।
কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত ১৬ জুলাই এ থানায় যোগদানের পর ১০ আগষ্ট পর্যন্ত এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৪৪জন মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও ওয়ারেন্টের ২২জন আসামী রয়েছে। একই সঙ্গে বিভিন্ন ধরণের চোরাই মালামালসহ আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১০৩ পিচ ইয়াবা, ১ কেজি ১২১৭ গ্রাম গাঁজা ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। মাদক বিষয়ে সংশ্লিষ্ট থানায় পৃথক ১১টি মামলাও হয়েছে। পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার), পিপিএম (বার) দিক নির্দেশনায় এ অভিযান চালানো হয়। তিনি আরো জানান, মহাসড়ক এলাকায় এ থানার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীর সংখ্যা বেশি।
এ মাদক ব্যবসা প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। যেকোন মূল্য মাদক নির্মূল করা হবে। এদিকে এলাকায় পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে এলাকায় প্রশংসিত হয়েছেন নবাগত ওসি।