পাবনার সাঁথিয়ায় অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল আটক করে তা পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাগডেমরা ইউনিয়নের সেলন্দা বাজারে অভিযান চালিয়ে ১৭০ টি অবৈধ চায়না দুয়ারি জালসহ "কুরিয়ার সার্ভিস ২৪ লিমিটেড" এর গাড়ী আটক করা হয়।
গাড়ীটি ডেমরা থেকে অবৈধ জাল নিয়ে ঢাকার উদ্যেশে যাচ্ছিলো। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা্ করে দুইজন ব্যাবসায়ীকে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। কুরিয়াররের গাড়ী জব্দ করে থানায় সোপর্দ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) জনাব মনিরুজ্জামান এবং প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন উপজেলা মৎস্য অফিসার খাদেমুল ইসলাম।
ধ্বংসকৃত ১৭০ টি জালের মধ্যে ৭০ টি জালের মালিক ফরিদপুর উপজেলার ডেমরার বাসিন্দা রিপন হলদার ও ১০০ টি জালের মালিক একই গ্রামের আশুপদ হালদার। তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ জালের ব্যাবসা করে আসছিল। জনস্বার্থে ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।