ঢাকা ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় মেঘু মোল্লা (৭০) নামে সাইকেল আরোহী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে পৌর এলাকার স্কুলপাড়া হাজির মোড়ে এই দূর্ঘটনা ঘটে। নিহতের বাড়ী ঈশ্বরদী পৌর এলাকার ১ নং ওয়ার্ডের শৈলপাড়া।

এলাকাবাসী জানান, বৃদ্ধ মেঘু মোল্লা ঈশ্বরদী বাজারে সবজীর আড়োতে কাজ করেন। তিনি সাইকেল চড়ে প্রতিদিন সকালে বাড়ী থেকে বেরিয়ে যান আর রাতে ১০/১১ টায় রাড়ী ফিরে আসেন। ঘটনার দিন মেঘু মোল্লা রাত সাড়ে ১০ টার সময় সাইকেল চড়ে বাড়ীতে ফিরছিলেন। তার সাইকেটটি হাজির মোড়ে রাস্তা অতিক্রম করার সময় পেছন থেকে দ্রুতগামী মাইক্রোবাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি রাস্তার উপর ছিটকে পড়লে আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাসান বসির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

ঈশ্বরদী,সড়ক,দূর্ঘটনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত