ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইকরাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে প্রবাসী মামুনের অনুদানে প্যাকেট খাবার বিতরণ

ইকরাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে প্রবাসী মামুনের অনুদানে প্যাকেট খাবার বিতরণ

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা, চ্যানেল আই’র স্টাফ রিপোটার, দেনিক যুগান্তরের জেলা প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিক মরহুম ইকরাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকতে প্রবাসী মামুন ইসলামের অনুদানে শতাধিক গরীব, অসহায় ও দুস্থদের মাঝে প্যাকেট খাবার বিতরন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের কোর্ট স্টেশন প্লাটফর্মে প্রায় শতাধিক প্যাকেট খাবার গরীব, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় বক্তারা প্রয়াত ইকরাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করেন এবং তিনি একজন ভাল মানুষ ছিলেন বলে জানান। তারা মহান আল্লাহপাকের দরবারে তার জন্য দোয়া করেন এবং তাকে জান্নাতবাসী করার জন্য খোদার কাছে ফরিয়াদ করেন। তিনি সমাজ সভ্যতার জন্য অনেক অবদান রেখেছেন বলে বক্তব্যে বক্তারা উল্লেখ করেন।

এ ছাড়া তিনি বহু বেকার যুবককে সাংবাদিকতাসহ বিভিন্ন কাজে অনুপ্রানিত করেন। তার হাতে গড়া অসংখ্য সাংবাদিক রয়েছেন, যারা এ পেশার মাধ্যমে প্রেসক্লাবে মর্যাদার আসন পেয়েছেন এবং আজ সমাজের প্রতিষ্ঠিত হয়ে সমাজেরও নিজের জন্য কিছু করতে পারছেন বলে অনুষ্ঠানে আগত বক্তারা উল্লেখ করেন। খাবার বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনাসভায় চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক চাঁদপুর দর্পণ এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. শরীফ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর খবর এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক চাঁদপুর দর্পণের মফস্বল সম্পাদক এ কে আজাদ, চাঁদপুর প্রেসক্লাবের আপ্যায়ন ও বিনোদন সম্পাদক এবং দৈনিক চাঁদপুর দর্পণ এর সিনিয়র রিপোর্টার মো. আশ্রাফুল আলম, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক ও দৈনিক চাঁদপুর দর্পণ এর সহকারী মফস্বল সম্পাদক মাজহারুল ইসলাম অনিক।

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর বার্তার স্টাফ রিপোর্টার মানিক দাস, দৈনিক চাঁদপুর খবরের স্টাফ রিপোর্টার গাজী মো. ইমাম হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ওপ্রবাসী মামুন ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও যুবলীগ নেতা আশিষ সোম, যুবলীগ নেতা রিপন দাসসহ অন্যান্যরা । এ ছাড়া বাদ আছর ইকরাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

পরিবারের পক্ষ থেকে মরহুম ইকরাম চৌধুরীর ছোট ভাই দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক ও আর টিভি’র স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরীর আয়োজনে শহরের চাঁদপুর সরকারী কলেজ মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়ায় মুনাজাত পরিচালনা করেন,সরকারী মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত

মাও: হাফেজ মো. নিজামুল হক। মুনাজাতে ইমাম সাহেব মরহুম ইকরাম চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার জীবনের সমস্ত গুনাহ মাপ চেয়ে মহান আল্লাহপাকের দরবারে তাকে বেহেস্তবাসী করার জন্য দোয়া করেন। এ ছাড়া পৃথিবীর সমস্ত মুসলমান ও উপস্থিত ধর্মপ্রান মুসলমাদের বাবা,মায়ের রুহের মাগফিরাত কামনা করে তাদেরকে বেহেস্তবাসী করার জন্য খোদার দরবারে ক্ষমা চেয়ে মানাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহসহ-সভাপতি মো. রহিম বাদশা, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, শহীদ পাটওয়ারী, সাবেক সাধারন সম্পাদক সোহেল রুশদী, যুগ্ন

সাধারন সম্পাদক মোহাম্মদ শওকত আলী, ক্রীড়া সম্পাদক কাদের পলাশ, সদস্য আশ্রাফুল আলম, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি মো: আব্দুর রহমান, চাঁদপুর জেলা

সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শরীফ হোসেন, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের কোষাধ্যক্ষ,আলমগীর হোসেন পাটওয়ারীসহ এলাকার গন্যমান্য

ব্যক্তিবর্গ ও ইকরাম চৌধুরী মাত্র ৫৩ বছর বয়সে এ পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যান।। তিনি স্ত্রী এবং ১ ছেলে ও ১ মেয়ে, ৫ ভাই ও ৪ বোনসহ বহু আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

ইকরাম,মৃত্যুবার্ষিকী,অনুদান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত