পেকুয়ায় দুই ট্রলি বনের গাছ জব্দ, ছেড়ে দিতে বনবিভাগের তোড়জোড়  

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০০:১৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা স্টেশনের মোড় থেকে দুইটি ট্রলি ভর্তি সংরক্ষিত বন থেকে কাটা মেহগনি গাছ জব্দ করছে পুলিশ।

শনিবার বিকেল চারটার দিকে গাছগুলো জব্দ করেন পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) জুনাইদ উদ্দিন মো. হেসামের নেতৃত্বে একদল পুলিশ।

জব্দের পর পুলিশ বারবাকিয়া বনবিভাগের বনবিট কর্মকর্তা আলতাফ হোসেনকে ট্রলিসহ গাছগুলো হস্তান্তর করে।

একটি গোপন সূত্র দাবি করছে, ৩০ হাজার টাকার লেনদেনের বিনিময়ে জব্দকৃত অন্তত এক লাখ টাকা মূল্যের মেহগনি গাছ ও ট্রলিগুলো ছেড়ে দিতে উদ্যোগ নিচ্ছেন বনবিট কর্মকর্তা আলতাফ হোসেন। আজ রাতের সুবিধাজনক সময়ে গাছগুলো ছেড়ে দিতে পারেন বলে ওই সূত্রটি দাবি করেছে।

স্থানীয় লোকজন বলেন, বন্যার সময় টৈটংয়ের সংরক্ষিত বন থেকে বনবিট কর্মকর্তা আলতাফ হোসেনের যোগসাজশে গাছগুলো কাটা হয়। পরে তাকে ম্যানেজ করে গাছগুলো পেকুয়া সদরের গাছের অবৈধ আড়তে পাচারের সময় পুলিশ জব্দ করে।

ঘটনার বিস্তারিত জানতে বনবিট কর্মকর্তা আলতাফ হোসেনকে ফোন করা হলেও তিনি একাধিকবার ফোন রিসিভ করেই পাঁচ সেকেন্ডের মধ্যে কেটে দেয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে বারবাকিয়া বনবিভাগের রেঞ্জার হাবিবুল হক সুমন সাংবাদিকদের বলেন, জব্দকৃত গাছ ছাড়ার প্রশ্নই আসে না। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।