কিশোরগঞ্জ জেলা এলজিইডি অফিসে অগ্নিকাণ্ড

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ১২:৪৯ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অফিসে গভীর রাতে অগ্নিকাণ্ড ঘটেছে।

শনিবার (১২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের বিপরীত পার্শ্বে অবস্থিত ওই অফিসে হটাৎ করে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে জেলা ফায়ার সার্ভিসের এক দল কর্মী ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টার চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি জানান, আগুনে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম জানান, অফিসের দোতলার একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বারান্দার কিছু তার পুড়ে যাওয়াসহ সামান্য ক্ষতি হলেও বিভিন্ন কক্ষের ভেতর ফাইলপত্র সবই অক্ষত আছে। নির্বাহী প্রকৌশলীর কক্ষেরও সবকিছুই অক্ষত আছে। এ ঘটনায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।