সিরাজগঞ্জে বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ১৭:১৮ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কুমাজপুর এলাকায় ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালুব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মন্ডল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে বালুব্যবসায়ীরা ফুলজোড় নদী থেকে প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। তাদেরকে একাধিকবার সতর্ক করার পরেও বালু উত্তোলন বন্ধ না করায় শনিবার বিকেলে উল্লেখিত স্থানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বালু ব্যবসায়ীকে আটক করা হয় এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে উল্লেখিত টাকা জরিমানা করেন বিজ্ঞ বিচারক। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।