ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন টোল প্লাজা এলাকায় শনিবার ১২ আগষ্ট দিনগত রাত পৌনে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে সাতক্ষীরা থেকে চট্টগ্রাম গামী ২ টি ট্রাক ও ১ টি যাত্রীবাহী বাস তল্লাশী করে আনুমানিক ৬ হাজার ১০০ কেজি (ছয় টন একশত কেজি) বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড নারায়ণগঞ্জস্থ পাগলা স্টেশন।
রোববার ১৩ আগষ্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ কোস্ট গার্ড নারায়ণগঞ্জস্থ পাগলা স্টেশনের লেফটেন্যান্ট রুহান মনজুর এর নেতৃত্বে উক্ত অভিযানে কেরানীগঞ্জ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আশিক উপস্থিত ছিলেন। অভিযান চলাকালীন এ সময় জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।