সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারী এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ী নজরুল ইসলামকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত এলাকায় ইজারা নেয়া বালু মহালের বাইরে থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে যমুনা নদীর উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়। এ অভিযানে ওই বালু ব্যবসায়ীকে আটক করা হয় এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে উল্লেখিত টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।