ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বারহাট্টায় নবাগত ইউএনও’র মতবিনিময়

বারহাট্টায় নবাগত ইউএনও’র মতবিনিময়

নেত্রকোণার বারহাট্টায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি ও স্থানীয় উপজেলা পরিষদ, সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনের মাঝে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের পক্ষ হতে উপজেলা পরিষদের অস্থায়ী মিলনায়তনে সোমবার (১৪আগস্ট) দুপুরের দিকে এই সভার আয়োজন করা হয়।

ইউএনও ফারজানা আকাতার ববি’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাসেম বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ খায়রুল কবির খোকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান আনোয়ার আজাদ ও শাহিনুর আক্তার শায়লা, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাকিুবল হাসান, প্রাণী সম্মদ কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন, প্রকৌশলী অমিত চন্দ্র দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছিম উদ্দিন তালুকদার, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠণিক সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা সেন্টু, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ শেখ ফরিদ, এনজিও নারী প্রগতি সংঘের বারহাট্টা কেন্দ্র ব্যবস্থাপক সুরজিৎ কুমার ভৌমিক প্রমুখ।

উল্লেখ্য, ফারজানা আক্তার ববি গত ১৩ আগস্ট বারহাট্টায় তার কার্যক্রম শুরু করেছেন। তিনি ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। সর্বপ্রথম তিনি ২০১৭ সালের ২মে সুনামগঞ্জে সহকারী কমিশনার হিসেবে চাকুরীতে যোগদান করেন। সর্বশেষ ময়মনসিংহের ফুলপর উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করছিলেন তিনি। গত ৬ আগস্ট ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের দডÍর কর্তৃক তাকে বারহাট্টায় ইউএনও হিসেবে পদায়ন করা হয়। তিনি কুমিল্ল জেলার বাসিন্দা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তিনি অনার্সসহ এমএসসি সম্পন্ন করেছেন।

উপজেলা,মতবিনিময়,সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত