ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

চাঁদপুর-লাকসাম রেলপথের মৈশাদীতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথায় ও হাতে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়ে অজ্ঞাত পরিচয়ের কিশোরের (১৪) মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ আগষ্ট) বেলা পৌনে ৩টার দিকে সাগরিকা এক্সপ্রেসের ট্রেনটি চাঁদপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় মৈশাদী স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ উল্যাহ বাহার।

তিনি বলেন, কালো রঙের শার্ট ও কালো জিন্স প্যান্ট পরাছিলো ওই কিশোরের। সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হাকিম ও সঙ্গীয় ফোর্স বিকেলে ঘটনাস্থল থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, ধারণা করা হচ্ছে হেঁটে যাওয়ার সময় ট্রেনের সাথে থাক্কা লেগে কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ওই কিশোরের পরিচয় জানার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে জানানো হয়েছে। পরিচয় শনাক্ত করার চেষ্টা এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লাকসাম,রেলপথ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত