ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ছেলের ঋণের মামলায় জেলে গিয়ে বৃদ্ধ বাবার মৃত্যু

সিরাজগঞ্জে ছেলের ঋণের মামলায় জেলে গিয়ে বৃদ্ধ বাবার মৃত্যু

সিরাজগঞ্জ ছেলের ঋণের মামলায় জেলা কারাগারে যাওয়ার একদিন পর বৃদ্ধ বাবা নুরুল ইসলামের (৭৫) মৃত্যু হয়েছে। তিনি শাহজাদপুর উপজেলার খুকনী গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। সিরাজগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, একটি ব্যাংক থেকে ছেলে আরিফুল ইসলাম ঋণ নিয়েছিল। এ ঋণের জামিনদার ছিলেন বাবা নুরুল ইসলাম ও অপর ছেলে শরিফুল ইসলাম। ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ সিরাজগঞ্জ অর্থ ঋণ আদালতে বাবা ও ২ ছেলেকে বিবাদী করে মামলা দায়ের করেন। এ মামলায় রোববার আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে নুরুল ইসলাম ও শরিফুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরদিন সোমবার সকালে হৃদরোগ জনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়লে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ,মামলা,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত