দৌলতপুর দারুল উমুল মাদরাসায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ২০:৫৮ | অনলাইন সংস্করণ
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়া দৌলতপুর দারুল উমুল মাদরাসায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে মাদরাসা কমিটির আয়োজনে এক দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসাটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, আ’লীগ নেতা শামসুল মল্লিক, সাঁথিয়া সরকারী কলেজের শরীরচর্চ্চা শিক্ষক মোস্তাফিজুর রহমান, ইমাম হোসাইন একাডেমীর শিক্ষক ইমরান হোসেন, মাদরাসার ক্যাশিয়ার তোফাজ্জল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মামুনসহ অত্র মাদরাসার শিক্ষার্থীরা। ১৫ আগষ্ট জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে নৃশংস হত্যাকান্ডে নিহতদের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন অত্র মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ জাকারিয়া হোসাইন।