ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস, জামালপুরে ছাত্রলীগের ১৮ নেতাকর্মী বহিস্কার

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস, জামালপুরে ছাত্রলীগের ১৮ নেতাকর্মী বহিস্কার

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় জামালপুরে ছাত্রলীগের বিভিন্ন শাখার ১৭জন নেতাকর্মীকে বহিস্কার করেছে জেলা ছাত্রলীগ।

বুধবার (১৬ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু ও সাধারন সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সম্পাদক মুসা আহমেদ, ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মুরসালিন উদ্দিন, কর্মী মো.আব্দুল কাইয়ুম, মো.জয় মামুন, গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মনির সরকার, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক মো.ইউসুফ আলী, সদস্য আশরাফুল সালেহিন রিয়াদ, মেলান্দহ পৌর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান সেতু, নাংলা ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো.বরকতুল্লাহ ফারাজী, হাজরাবাড়ি পৌর শাখার অন্তর্গত ১নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি ফাহিম চৌধুরী, কুলিয়া ইউনিয়ন শাখার অন্তর্গত ২নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সুমন ইসলাম সানি ও জামালপুর সদর উপজেলার (পূর্ব) শরিফপুর ইউনিয়ন শাখার অন্তর্গত ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো.সাইম কবির ও বকশিগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শোয়েব আল হাসান এবং দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি সাংগঠনিক থানা শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাজেদুল ইসলাম মুসাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।

কেন তাদের বিরুদ্ধে চুড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না, তার উপযুক্ত কারনসহ লিখিত জবাব আগামী ৭দিনের মধ্যে স্ব-শরীরে বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

এ প্রসঙ্গে জামালপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাফিউল করিম রাব্বির মুঠো ফোনে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ সংগঠনের কেউ যদি সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত হয় তার বিরুদ্ধে অব্যশই সাংগঠনিক ব্যবস্থাগ্রহন করা হবে। সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের ১৮জন নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে। তাঁরা কি মানবতাবিরোধী অপরাধে সাজা প্রাপ্ত জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীকে নিয়ে শোক প্রকাশ করা কারনে বহিস্কৃত হলেন, এমন প্রশ্নে তিনি বলেন, একজন যোদ্ধাপারাধী রাজাকারের মৃত্যুতে যদি ছাত্রলীগের কোন নেতাকর্মী শোক প্রকাশ করে তাহলে এটাও সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি’।

সাঈদী,স্ট্যাটাস,বহিস্কার,ছাত্রলীগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত