ফেনীর ফুলগাজী উপজেলায় জান্নাতুল নাঈমা (১৮) নামে একজন এইচএসসি পরীক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে ।
জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আজ (১৭ আগস্ট) বাংলা বিষয়ের (১ম পত্র) পরীক্ষা ছিল। সকাল ১০ টায় পরীক্ষা চলাকালীন ১ ঘন্টা পরে বেলা ১১ টায় জান্নাতুল নাঈমা পরীক্ষার হলে হঠাৎ অজ্ঞান হয়ে যায়। এসময় শিক্ষকরা দ্রুত জান্নাতুল নাঈমাকে ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ভর্তি করানো হয়। জান্নাতুল নাঈমা ফুলগাজী সরকারি কলেজ কেন্দ্রের এইচএসসি মানবিক বিভাগের পরীক্ষার্থী। সে মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। জান্নাতুল নঈমার বাড়ি উপজেলার দরবারপুরে।জান্নাতুল নাঈমার পিতা এয়ার আহমেদ একজন গাড়ি চালক। মায়ের নাম ইয়াসমিন। জান্নাতুল নাঈমার পিতা জানান, সে আগে থেকেই অসুস্থ ছিল। জরুরী বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ উল্লাহ চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতা থেকে অসুস্থ হতে পারে।
ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া ভূঁইয়া ও ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা. মো. ওয়াহিদুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।