ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হালুয়াঘাটে মাছের পোনা অবমুক্তকরণ

হালুয়াঘাটে মাছের পোনা অবমুক্তকরণ

ময়মনসিংহের হালুয়াঘাটে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের ৩৯২ কেজি পোনা ও শিং মাছের ২১ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার (১৭আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জুয়েল আরেং।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি)জিনিয়া জামান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো.খায়রুল আলম ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আব্দুর রশিদ,মোরশেদ আনোয়ার খোকন,উপজেলা মৎস্য অফিসার জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মো. আব্দুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় প্রমূখ।

রুই,পোনা,মাছ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত