ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টেকনাফে ইয়াবাসহ একজন আটক, টমটম জব্দ

টেকনাফে ইয়াবাসহ একজন আটক, টমটম জব্দ

কক্সবাজারের টেকনাফস্থ হোয়াইক্ষ্যং হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে। ওই তার ব্যবহ্নত একটি ইজিবাইক (মিনি টমটম) জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ এই অভিযান চালায়। একইদিন বিকালে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

হোয়াইক্যং হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে হোয়াইক্যং হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মহাসড়কে নিয়মিত চেকপোস্টে ডিউটিকালে টেকনাফের রঙ্গীখালি মঈনউদ্দিন মেমোরিয়াল কলেজ এর সামনে পুলিশের চেকপোস্ট দেখে একটি টমটম পালানোর চেষ্টা চালায়। ওই সময় গাড়িটি আটক করে তল্লাসি চালায় পুলিশ। এসময় টমটম চালক এর সিটের নীচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্যাকেট পাওয়া উদ্ধার করা হয।উক্ত প্যাকেট খুলে ২২০০ পিস ইয়াবা উদ্ধার এবং ব্যবহৃত টমটমটি জব্দ করা হয়।

এই ঘটনায় টমটম চালক মো. ইউনুস আলী (৩৪) কে আটক করা হয়। সে টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার রুস্তম আলীর ছেলে।

তার বিরুদ্ধে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে।

টমটম,টেকনাফ,ইজিবাইক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত