শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এনজিও কর্মকর্তা আঙুর আলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নওগাঁর রানীনগর উপজেলার হরিশপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে এবং বেসরকারি সংস্থা উদ্দীপণের সিরাজগঞ্জ শাখার ম্যানেজার ছিলেন। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি পরিবারের বরাদ দিয়ে আলোকিত বাংলাদেশকে জানান, ৭-৮ দিন ধরে গ্রামের বাড়িতে ছিলেন ওই এনজিও কর্মকর্তা। গত ১৫ আগস্ট পাশেই আনন্দ বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। বুধবার গভীর রাতে পৌর এলাকার এস এস রোডের একটি আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয় এবং সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে তার লাশ প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে আবাসিক হোটেলে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন ওই কর্মকর্তা। তবে এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।