হালুয়াঘাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গৃহ নির্মাণ উপকরণ বিতরণ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ১১:০১ | অনলাইন সংস্করণ

  হালুয়াঘাট (মযমনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭আগস্ট) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৭০জন সুফল ভোগীদের মাঝে গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়।

গৃহ নির্মাণ উপকরণ বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভুমি) জিনিয়া জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জুয়েল আরেং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো.খায়রুল আলম ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আব্দুর রশিদ, মোরশেদ আনোয়ার খোকন,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তারেক আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মো. আব্দুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায়, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ভদ্র, সাধারণ সম্পাদক জেমস জর্নেশ চিরান প্রমূখ।