কিশোরগঞ্জের হাওরে নিখোঁজের ২৬ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ১৮:৫৮ | অনলাইন সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

শাহজাহান সাজু (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের মিঠামইন হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের ২৬ ঘণ্টা পর এক জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা।

আজ শুক্রবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মিঠামইন সদর ইউনিয়নের মেষ্টা গ্রামের পাশে হাওরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে জেলেরা উদ্ধার করেন।

নিহত জেলে সৈয়দ মিয়া (৬০) মিঠামইন সদর ইউনিয়নের আতপাশা গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ৮টার দিকে সৈয়দ মিয়া উপজেলার ঢাকী ইউনিয়নের মাহমুদপুর বাজার সংলগ্ন হাওরে স্রোতের পানিতে কুণি জাল দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে পানির নীচে জাল আটকা পড়লে জাল ছাড়ানোর জন্য পানিতে ডুব দিয়ে আর পানি থেকে উঠে আসতে পারেননি তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু কররেও সন্ধ্যা ৭টা দিকে অন্ধকার ও স্রোতের কারণে উদ্ধার কাজ বন্ধ রাখে ফায়ার সার্ভিস।

নিহতের স্বজনরা উদ্ধারস্থলে এসে মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।