ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

সিরাজগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামীর ছুরিকাঘাতে খাদিজা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে নিহতের স্বামী মো. হাসান আলী সহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার দাদপুর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত খাদিজা উপজেলার হেমন্তবাড়ী গ্রামের হাসান আলীর স্ত্রী।

উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত গৃহবধূর স্বামী হাসান আলী খুবই বদমেজাজী প্রকৃতির। প্রায়ই স্ত্রীর সাথে দুর্ব্যবহার ও মারপিট করতো। বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে হাসান আলী খাদিজার পেটে ও হাতে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় এবং তার লাশ রাস্তার পাশে রেখে স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে যায়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, শুক্রবার সকালে নিহতের লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,ছুরিকাঘাত,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত