ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সরকারি চাল জব্দ ট্রাকচালক গ্রেপ্তার

সিরাজগঞ্জে সরকারি চাল জব্দ ট্রাকচালক গ্রেপ্তার

সিরাজগঞ্জে হতদরিদ্রের বরাদ্দ স্বল্পমূল্যের ৬০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকচালক জহির মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, বৃহস্প্রতিবার রাতে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়ন থেকে ফেয়ার প্রাইজের ডিলার আব্দুল হাই বিশেষ কৌশলে এ সরকারি চাল কামারখন্দের এক চাতালে বিক্রির জন্য নিচ্ছিলেন। এ সময় এনায়েতপুর থানার রুসপী বাদল মোড় নামকস্থানে চালসহ ট্রাক চালককে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে সরকারি এ চাল জব্দ ও ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ডিলার ও ট্রাকচালকসহ ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আলাওল কবির বলেন, হতদরিদ্রের জন্য বরাদ্দকৃত সরকারি চাল জব্দের ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

বিরুদ্ধে,ডিলার,ট্রাক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত