ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার পোতাজিয়া-রেশমবাড়ী আঞ্চলিক সড়কের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

শাহজাপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রেশমবাড়ি সড়কে প্রতিদিন বিকেলে দর্শনার্থীরা বন্যার পানি দেখতে আসে। শুক্রবার বিকেলে মোটরসাইকেলযোগে ওই যুবক বন্যার পানি দেখতে যায়। এ সময় পোতাজিয়া-রেশমবাড়ী আঞ্চলিক সড়কের মোড়ে ট্রাক ও মটোরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটোর ওই যুবক নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে। তবে তার নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,সংঘর্ষ,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত