ঢাকা ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রূপগঞ্জে মসজিদের নামকরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, মসজিদে ভাংচুর, আহত ৬,

রূপগঞ্জে মসজিদের নামকরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, মসজিদে ভাংচুর, আহত ৬,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মসজিদের নামককরণ নিয়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষ, মসজিদে হামলা, ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে। শুক্রবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যেক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ বছর পূর্বে কামশাইর দক্ষিনপাড়া গ্রামের আফি ভূইয়া মসজিদ নির্মাণের জন্য ৬ শতাংশ জমি দান করেন। সেই মসজিদে নির্মান করে সমাজের লোকজন নামায আদায় করে আসছিল। মসজিদের নামকরণ করা হয় কামশাইর দক্ষিনপাড়া জামে মসজিদ। এদিকে গত ৩ বছর পূর্বে স্থানীয় হাকিম ভূইয়া, নোয়াব ভূইয়া, আফাজউদ্দিন ভূইয়াসহ কয়েকটি পরিবার ওয়াকফা স্টেটের মাধ্যমে মসজিদটির নাম কামশাইর দক্ষিন ভূইয়া পাড়া মসজিদ হিসেবে নাম করণের অনুমতি নিয়ে আসে। দুই বছর পূর্বে বর্তমান মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক কবির হোসেস এ অনুমতির বিরুদ্ধে আপিল করেন। বর্তমানে এটা তদন্তাধীন। এদিকে শুক্রবার সকালে মসজিদের বর্তমান কমিটি প্রধান দরজার উপরে টাইলস দিয়ে কামশাইর দক্ষিন পাড়া জামে মসজিদ নামকরন নেমপ্লেট বসায়। এ নিয়ে জুমার নামাযের পর হাকিম ভূইয়া, আফাউদ্দিন ভূইয়াসহ কয়েকজন নেমপ্লেট নামিয়ে ফেলার জন্য বললে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় আহত হয় লুদ্দুছ খা(৬৫), আফাউদ্দিন ভূইয়া(৬৪), সেতারা বেগম(৬০) , সোহানা আক্তার(৪০). সোহাগী বেগম(৪২)সহ ৬ জন। আহতদের মধ্যে লুদ্দুছ খা ও আফাউদ্দিন ভূইয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

এদিকে এ ঘটনা জের ধরে রাত ১০টার দিকে হাকিম ভূইয়ার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মসজিদের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে তারা মসজিদের হামলা চালিয়ে প্রধান দরজার উপরে টাইলস দিয়ে বসানো নেমপ্লেট, মসজিদের ৪ টি জানালার গ্লাস ভাংচুর করে। এসময় আশে পাশের এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তখন মসজিদে মাইকিং করলে এলাকাবাসী ধাওয়া করে লুৎফর নামে একজনকে আটক করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। পরে এলাকাবাসী আটককৃতকে পুলিশে সোপর্দ করে।

তবে মসজিদে ভাংচুরের ঘটনাটি একপক্ষ আরেক পক্ষের লোকজনদের পাল্টাপাল্টি দোষারোপ করেন। এ ঘটনায় উভয় পক্ষ রূপগঞ্জ থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।

এব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার ( গ-সার্কেল) আবির হোসেন বলেন, মসজিদ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রূপগঞ্জ,রূপগঞ্জে মসজিদের নামকরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, মসজিদে,মসজিদে,ভাংচুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত