সিরাজগঞ্জে পৃথক সড়ক দূর্ঘনায় কলেজ ছাত্রসহ ২ যুবক নিহত
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ১৭:০৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রসহ ২ যুবক নিহত হয়েছে। তারা হলো, বেলকুচি উপজেলার প্রভাষক মাজহারুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ পলিটেকনিক কলেজের ছাত্র আবু নাঈম (১৭) ও পাবনার বনপাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে হাসান (২৪)।
পুলিশ জানায়, শনিবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ-সলংগা আঞ্চলিক সড়কের পুঠিপাড়া নামকস্থানে সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্র্ষ হয়। এতে নাঈম ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় কমপক্ষে ৪ জন আহত হয়েছে। নাঈমের বাবা গ্রামের বাড়ি বেলকুচিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে হাসান দীর্ঘদিন ধরে শাহজাপুরে মামার বাড়িতে থাকতো এবং শুক্রবার বিকেলে স্থানীয় পোতাজিয়া-রেশমবাড়ি আঞ্চলিক সড়কের মোড় এলাকায় বন্যার পানি দেখতে গিয়ে ট্রাক মটোর সাইকেল সংঘর্ষে সে নিহত হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।