পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-মাওয়া অংশে পরীক্ষামূলক রেল ট্রাক চলাচল

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ১৭:৪৬ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি


পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-মাওয়া অংশে পরীক্ষামূলক রেল ট্রাক চলাচল করেছে।

শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে রেল ট্রাকটি ঢাকার গেন্ডারিয়া রেল স্টেশন থেকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দীর্ঘ পথপাড়ি দিয়ে সাড়ে ১১ টার দিকে পরীক্ষামূলক রেল ট্রাকটি মাওয়া এসে পৌঁছায়।

চলতি পথে রেল ট্রাকটিতে থাকা পর্যবেক্ষক দল ঢাকা-মাওয়া অংশে স্থাপিত রেল লাইনের বিভিন্ন পয়েন্টে ও স্টেশনে ত্রুটি বিচ্যুতিগুলো পর্যবেক্ষণ করে।পরে মাওয়া থেকে বেলা ১২ টার দিকে রেল ট্রাকটি মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়।মাওয়া ক্যান্টমেন্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।