সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সৌদিয়া চাঁদপুর এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৮ জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। তারা হলো, এনায়েতপুর থানার বেতিল চরের হাফিজুর রহমান, হারুন, ওমর ফারুক, আতাব আলী, মাসুদ রানা, আমিরুল শেখ, ইয়ার আলী ও সোহেল রানা। চৌহালী নৌ-পুলিশের ওসি ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার বিকেলে উল্লেখিত স্থানে যমুনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত নৌকা, ৩টি শ্যালো মেশিন ও পাইপসহ দেড় লাখ টাকার সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।