বঙ্গবন্ধুর গণমূখী সমবায় ভাবনার আলোকে সুনামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে বিনাসুদে ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীদেরকে জন প্রতি পাঁচ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে। রোববার (২০ আগস্ট) বিকেলে পৌর মেয়রের কার্যালয়ে এ ঋণ বিতরণ করা হয়।
এই প্রথম সুনামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ৩৭ জনকে ৫ হাজার টাকা করে ১ লক্ষ ৮৫ হাজার টাকা সুদ মুক্ত ঋণ দেয়া হয়েছে।
ঋণগৃহিতা ক্ষুদ্র ব্যবসায়ীরা ৫২ টি কিস্তির মাধ্যমে কোনও প্রকার সুদ বা অতিরিক্ত চার্জ ছাড়া এই টাকা পরিশোধ করবেন।
চেকের মাধ্যমে এই ঋণ প্রদান করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
ঋণ প্রদান কর্মূচীর পূর্বে আলোচনা সভায় সুনামগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী মনির"র সঞ্চালনায় বক্তব্য প্রধান অতিথি'র বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালি কৃঞ্চ পাল, শিক্ষক যোগেশ্বর দাস, সুনামগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমারের লৌহ, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম আহমদ, এইচ এমপি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সাংবাদিক আল হেলাল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার হিসাব রক্ষক সন্তোষ কুমার, মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর সৈয়দা জাহানারা বেগম।
সুদ মুক্ত ঋণ বিতরণ প্রসঙ্গে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, আমি চাই আমার পৌরসভার নাগরিক গণ যাতে উন্নত জীবন যাপন করতে পারেন। তাই আমি এই উদ্যৌগ নিয়েছি। এই ঋণ নিতে গ্রাহককে একটি টাকাও কোনও প্রকার চার্জ বাবদ খরচ করতে হবে না। ঋণগ্রহীতারা যে টাকা নিচ্ছেন পুনরায় এক বছরের কিস্তিতে তা পরিশোধ করবেন। এটি সুনামগঞ্জ পৌরসভার পাইলট প্রজেক্ট হিসেবে নেয় হয়েছে। এটি সফল হলে পরবতর্তীতে আরও প্রকল্প গ্রহণ করা হবে।