বিএসটিআই’র ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ২০:৪৯ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরের কাউনিয়ায় বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযানে দশ হাজার টাকা জরিমানা করেছে।

রোববার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের  উদ্যোগে বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সহযোগীতায় কাউনিয়া উপজেলায় ১ টি ভ্রাম্যমান আদালত পরিচানা করে দশ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে মেসার্স স্বাদ আইসক্রিম, প্রতিষ্ঠানে নোংরা পরিবেশে আইসবার উৎপাদন, আইসবার উৎপাদনে ঘন চিনি বা স্যাকারিন ব্যবহার এবং আইসক্রিম এর মোড়কে আইসবার বিক্রি করতে দেখা যায়।

এছাড়া আইসবারের প্যাকেটের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় এবং আইসবারের প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য  তথ্য না থাকায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  "ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" এর ২৪(১) ও ৪১ ধারা অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কাউনিয়া সহকারী কমিশনার (ভূমি), মনোনীতা দাস এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই পরিদর্শক (মেট্রোলজি) মো. আলমাস মিয়া, ও ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মো. জামিনুর রহমান।