তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার সকালে ওই ২ শিশু বাড়ির আঙ্গিনায় খেলছিল। একপর্যায়ে তারা ওই পুকুরের পানিতে ডুবে যায়। তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।