সিরাজগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ১৭:১৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ



সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মতি মার্কেট এলাকায় পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলো ওই মার্কেট এলাকার এরশাদ হোসেনের ছেলে রাফি সরকার (৬) ও হাসমত আলীর ছেলে সৌরভ সরকার (৫)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। বেলকুচি থানার ওসি খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার সকালে ওই ২ শিশু বাড়ির আঙ্গিনায় খেলছিল। একপর্যায়ে তারা ওই পুকুরের পানিতে ডুবে যায়। তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।