সিরাজগঞ্জে উল্লাপাড়া উপজেলার মন্ডলজানি গ্রামের বিয়াবটতলা মোড়ে অভিযান চালিয়ে সুদ ব্যবসায়ী বাবু মন্ডলকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব -১২ সদস্যরা। সে ওই গ্রামের মকবুল হোসেন মন্ডলের ছেলে। সোমবার দুপুরে র্যাব -১২’র এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, উক্ত সুদ ব্যবসায়ী সুদ ব্যবসার আড়ালে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে। লোকজনকে চড়া সুদে টাকা ধার দিয়ে সেই টাকা আদায়ের জন্য সন্ত্রাসী বাহিনী দিয়ে লোকজনকে মারধর করে টাকা আদায় করা হয়। বাবু গংদের অত্যাচার থেকে স্থানীয় জনপ্রতিনিধিও রেহাই পায়নি। সম্প্রতি সুদের টাকা আদায়ে ওই উপজেলার শ্যামপুর গ্রামের এক যুবককে নির্মমভাবে পেটায় বাবু মণ্ডল গং। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।
এছাড়াও ওই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সুদ ব্যবসায়ী বাবু মন্ডল গংদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে। এরই ধারাবাহিকতায় ওই মামলার আসামি বাবু মন্ডলকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আরো একটি মামলা রয়েছে। এ সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।