সিরাজগঞ্জে সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়ার পরদিন চুরির মালামালসহ ২ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো, উল্লাপাড়া উপজেলার ঘাটিনা গুচ্ছ গ্রামের কৃষ্ণ চন্দ্র ভৌমিক (৩২) এবং শাহজাদপুর উপজেলার কান্দাপাড়া গ্রামের বাঁধন (২৮)। উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠানের সেলস ম্যানেজার মোযাহারুল ইসলাম উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাঁতী মহল্লায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি ছুটিতে গ্রামের বাড়ি যান। এ সুযোগে গত ১৮ আগস্ট ওই ভাড়া বাড়ি থেকে ফ্রিজ, রাইস কুকার, থার্মাল প্রিন্টার, নগদ টাকা ও একটি ব্রিফকেস চুরি যায়। তিনি ১৯ আগস্ট সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করে। এ ঘটনায় জড়িত কৃষ্ণ চন্দ্র ভৌমিককে ওইদিন রাতে গ্রেফতার করা হয় এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে রোববার শাহজাদপুর এলাকায় অভিযান চালিয়ে বাঁধনকে গ্রেফতার করা হয়। তাদেরক ব্যাপক জিজ্ঞাসাবাদে এই চুরির ঘটনায় স্বীকারোক্তি দেয় এবং চুরি যাওয়া ফ্রিজ ও রাইস কুকারসহ অনান্য মালামাল উদ্ধার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।