ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রং মিশ্রিত মাছ বিক্রি করার অপরাধে অর্থদণ্ড

রং মিশ্রিত মাছ বিক্রি করার অপরাধে অর্থদণ্ড

পিরোজপুরে কাউখালীতে ক্ষতিকারক রং মিশ্রিত করে মাছ বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২১ আগস্ট) সকালে কাউখালী হাটের দিনে মাছে রং মিশ্রিত করে মাছ বিক্রি করার অপরাধে মৎস্য ও মৎস্য পণ্য আইন ২০২০ অনুযায়ী কাউখালী দক্ষিণ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই মৎস্য ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মাছ বিক্রেতা নুরুল ইসলামকে দশ হাজার টাকা ও মাছ বিক্রেতা ইয়াকুব আলীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ সময় ৩০ কেজি রং মিশ্রিত মাছ জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান। তার সাথে ছিলেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান ও পুলিশের একটি টিম। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়জিদুর রহমান জানান, আমাদের অভিযান অব্যাহত থাকবে।

রং,মাছ,অর্থদণ্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত