মুরগী পালন নিয়ে বিরোধ

বড় ভাইয়ের পরিবারের হামলায় ছোট ভাই নিহত

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ১৫:৪৩ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় ‘মুরগী পালনের’ বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের পরিবারের হামলায় ছোট ভাই নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত গিয়াস উদ্দিন দুদু (৫৫) একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

তবে গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানাতে না পারলেও নিহতের নিকটাত্মীয় বলে জানান ওসি।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে জাবেদ মাহমুদ বলেন, মঙ্গলবার সকালে চকরিয়া পৌরসভার পশ্চিম কাহারিয়াঘোনা এলাকায় গিয়াস উদ্দিন দুদু’র পালিত মুরগী বড় ভাই সাহাব উদ্দিনের বাড়ীর আঙ্গিনায় লাগানো কিছু শাক-সবজীর গাছ নষ্ট করে। এ নিয়ে দুই ভাইয়ের পরিবারের লোকজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

এক পর্যায়ে গিয়াস উদ্দিন দুদু ও সাহাব উদ্দিনের পরিবারের স্বজনরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এতে গিয়াস উদ্দিন দুদু সহ উভয়পক্ষের কয়েকজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। “

ওসি বলেন, “ নিহতের শরীরে ধারালো অস্ত্রসহ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। “

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান জাবেদ মাহমুদ।