দেশের জনপ্রিয় বাটা কোম্পানী জুতা সরকারী ভ্যাট ফাঁকি দিয়ে বিক্রি করায় আব্দুর রহমান নামের এক জনকে আটক করেছে পুলিশ। তার বাড়ি শেরপুর জেলার নকলা থানায়।
সোমবার শহরের গেইটপাড় এলাকায় নাসিমা সু স্টোরে প্রায় ১২ শ ডজন বিভিন্ন মডেলের জুতা বিক্রির সময় পুলিশ একটি অটোরিকশা আটক করে। অটোরিকশা ভর্তি জুতার ছাড়পত্র চাইলে দিতে পারেনি। বাটা কোম্পানীর সেলস্ সুপারভাইজার আজিজুর হক বলেন, বাটা কোম্পানীর সব ধরণের পন্যে সরকারী ভ্যাট প্রদান করে বাজারে ছাড়া হয়। কিন্তু যে জুতা গুলো জব্দ করা হয়েছে সে গুলোর কোন ভ্যাট প্রদান করা হয়নি।
সদর থানার উপ পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসান বলেন, জব্দকৃত জুতা বাটা কোম্পানীর। সে সরকারী ভ্যাট ফাঁকি দিয়ে চোরাইবাবে এগুলো বিক্রি করে আসছিল।
আটক আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে জুতা গুলো শ্রীর্বদ্দীর ডিলার সুজনের কাছ থেকে নিয়ে বিক্রি করে। পুলিশের ধারণা বাটা কোম্পানীর নিজস্ব কারখানার বাইরে যে সব কারখানা থেকে জুতা তৈরি করে, সেই সব কারখানা থেকে এক শ্রেণীর ব্যবসায়ীরা ভ্যাট বিহীণ জুতা কিনে জামালপুর-শেরপুরসহ দেশের বিভিন্নস্থানে জুতা গুলো বিক্রি করছে।
এ ব্যাপারে কোম্পানী উদ্ধর্তন কর্মকর্তা এসে মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।