ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ২ চোর গ্রেপ্তার, চারটি অটোভ্যান উদ্ধার

সিরাজগঞ্জে ২ চোর গ্রেপ্তার, চারটি অটোভ্যান উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গা থানার সলি বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৪টি চোরাই অটোভ্যান।

তারা হলো, একই এলাকার কাটার মহল বাংগালা গ্রামের জান্নাতুল নাঈম (৩০) ও গোবিন্দপুর গ্রামের সবুজ শেখ (২৯)। সলংগা থানার ওসি এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বেশ কিছুদিন এলাকার বিভিন্ন স্থানে ভ্যান চুরির ঘটনা ঘটছে। এমন অভিযোগের প্রেক্ষিতে এলাকায় পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ওই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে দেয়া তথ্য অনুযায়ী ওই ৪টি ভ্যান উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,চোর,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত