বেইলি ব্রীজ ভেঙে নদীতে পড়া ট্রাকের চালক ও হেলপারের মরদেহ উদ্ধার  

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ২০:২০ | অনলাইন সংস্করণ

  সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাটাগাঙ্গ নদীর উপর দিয়ে বেইলি ব্রীজ পার হওয়ার সময় মালবাহী ট্রাক ব্রিজ ভেঙে পানিতে ডুবে নিখোঁজ থাকা গাড়ির চালক ও হেলপারহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২২ আগস্ট)  সন্ধ্যায় কাটাগাঙ্গ নদী থেকে চালক ফারুক আহমেদ ও হেলপার জাকির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ  জানায়, দুপুরের দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে একটি ট্রাক হবিগঞ্জের দিকে রওনা দেয়। পরে জগন্নাথপুরের কাটাগাঙ্গ নদীর উপরে থাকা বেইলি ব্রীজ পার হওয়ার সময় মালবাহী ট্রাক ব্রিজ ভেঙে পানিতে পড়ে যায়। এতে গাড়িতে থাকা চালকসহ দুইজন নিখোঁজ হন।

পরে স্থানীয়রা জগন্নাথপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজা খোঁজি করে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করে।

দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা চালিয়ে গাড়িতে থাকা গাড়ির চালক ও হেলপারের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জানান, সেতু ভেঙে একটি মালবাহী ট্রাক নদীতে পড়ে যায়। এতে ট্রাকে থাকা দুইজন নিখোঁজ হন। দীর্ঘ ২ ঘন্টা অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া লোকদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চলেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।