ঢাকা ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সাময়িকভাবে ২১ ছাত্রলীগ নেতা বহিস্কার 

সিরাজগঞ্জে সাময়িকভাবে ২১ ছাত্রলীগ নেতা বহিস্কার 

সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় সিরাজগঞ্জে ২১ ছাত্রলীগ নেতাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। বুধবার রাতে জরুরি এক সিদ্ধান্তে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তারা হলেন, সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সহ-সভাপতি শেখ জাকারিয়া রনি আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান তপু, সদস্য সায়েম হোসেন রেজা, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ রিমন, সহ-সভাপতি আশরাফুল ইসলাম কুদ্দুস, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত রুকুনী, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক খাইরুল কবির খান, পূর্নিমাগাঁতী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম ফয়সাল আহম্মেদ, একই ইউনিয়নের সহ-সভাপতি আতিকুর রহমান, দুর্গানগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি আহম্মেদ, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধন ইসলাম, রুপবাটি ইউনিয়ন ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক খালিদ হাসান, সলঙ্গা থানা ছাত্রলীগের সহ-সভাপতি আল-আমিন, সদস্য রাসেল হাসান রাসু ও নাইমুল ইসলাম নয়ন, নলকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান, তাড়াশ উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আরিফুল ইসলাম, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মানিক এবং গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাব্বির রহমান রুম্মান ও সদস্য আসলাম হোসেন।

সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থি কাজ করায় তাদের এ বহিষ্কার করা হয়েছে এবং স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটি বরাবর সুপারিশ করা হয়েছে।

সিরাজগঞ্জ,ছাত্রলীগ,বহিস্কার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত