ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

সিরাজগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

সিরাজগঞ্জে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ শুভ উদ্বোধন করা হয়েছে। "গাছ লাগিয়ে যত্ন করি-সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে বৃহস্প্রতিবার সকালে এ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। শহরের মুক্তির সোপান প্রাঙ্গণে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

তিনি বলেন, সুন্দর বাংলাদেশ তৈরি করতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। গাছ হচ্ছে খাদ্য ও সম্পদের ভান্ডার। বাড়ির আঙ্গিনায় কমপক্ষে তিনটি বৃক্ষ রোপন করতে হবে এবং সড়কের উভয় পার্শ্বে বৃক্ষরোপণ করে অক্সিজেন তৈরির ক্ষেত্র তৈরি করে দুশোন মুক্ত পরিবেশ তৈরী করতে হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, জেলা মহিলা আ’লীগের সভাপতি সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না, সাবেক কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান, উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, সহকারী কমিশনার মো. রিদওয়ান আহমেদ রাফি, প্রেসক্লাবের আহবায়ক প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস, সহকারী বন সংরক্ষক কর্মকর্তা মোহাম্মদ হোসেন প্রমূখ। এর আগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শিক্ষার্থীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন শেষে মুক্তির সোপান প্রাঙ্গণে সমবেত হয় এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়।

সিরাজগঞ্জ,বৃক্ষরোপণ,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত