ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চকরিয়ায় পুলিশের অভিযান

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৫

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেপ্তার ৫

কৌশলে দীর্ঘদিন পালিয়েও শেষ রক্ষা হয়নি মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মো. হাসানের। বৃহস্পতিবার গভীর রাতে কক্সবাজারের চকরিয়ার একতা বাজার (পেকুয়া রাম্তার মাথা) নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে হারবাং ফাঁড়ির পুলিশ। আলোচিত এই আসামি চকরিয়া বিবিরখীলের প্রহরচাঁদা এলাকার মৃত আহম্মেদ হোসেনের ছেলে।

শুক্রবার দুপুরে হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) কাইছার হামিদ তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন গাঢাকা দিয়েছিল মাদক কারবারি হাসান। তার বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকের মামলা রয়েছে। যার মামলা নং, ৩৯৩/১৮ (মাদক)। এ মামলায় ২০২১ সালে আসামীর ৫ বছরের সাজা হলে সে দীর্ঘদিন পালিয়ে অন্যত্র চলে যায়। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হারবাং পুলিশ তাকে গ্রেফতার করেন।

অভিযানে নেতৃত্ব দেন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী, এসআই শামীম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজীব, এএসআই সোলাইমান।

অপদিকে হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) কাইছার হামিদ আরও জানান, অপর এক অভিযানে সিআর মামলার নারীসহ চারজনকে আটক করা হয়। অপরাধ দমনে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

গ্রেফতার,আসামী,সাজাপ্রাপ্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত