ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ৮৬ বস্তা চাল উদ্ধার 

নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ৮৬ বস্তা চাল উদ্ধার 

ময়মনসিংহের নান্দাইলে খাদ্য বান্ধব কর্মসূচির ৮৬ বস্তা চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি ঘর থেকে ওই চাল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নান্দাইল মডেল থানার ওসি তদন্ত ওবায়দুর রহমানের নেতৃত্বে একটি টীমের গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘরে অভিযান চালিয়ে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ৮৬ বস্তা চাল পায়। ওই চালের প্রকৃত মালিক হিসেবে কেউ দায় স্বীকার না করায় চাল রাখা ঘরটিতে তালা ঝুঁলিয়ে দেয়া হয় এবং স্থানীয় চৌকিদার পাহারায় নিযুক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, কার্ডধারীদের কাছ থেকে খাদ্য বান্ধব কর্মসূচির চাল স্থানীয় ব্যবসায়ীরা ক্রয় করেছেন। আইনি জটিলতা এড়াতে কেউ এর দায় স্বীকার করছেন না। এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি তদন্ত ওবায়দুর রহমান জানান, জুম্মা নামাজের পর চাল গুলো উদ্ধার করে প্রশাসনের জিম্মায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে একটি মামলা দায়ের হবে।

বস্তা,চাল,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত