ধর্ষিতা কলেজ ছাত্রীর পুত্র সন্তান প্রসব

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ১৯:৪৯ | অনলাইন সংস্করণ

  বরিশাল ব্যুরো

জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ধামসর গ্রামের খ্রিস্টান সম্প্রদায়ের এক কলেজ ছাত্রীকে (১৭) গত ১০ মাস পূর্বে একাধিকবার ধর্ষণের ঘটনায় ওই কলেজ ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পরে। ধর্ষক প্রভাবশালী হওয়ায় ধর্ষিতা মামলা করতে পারেনি। স্থানীয় প্রভাশালীদের দ্বারে দ্বারে ঘুরেও পায়নি কোন বিচার। অবশেষে গত ২৩ আগস্ট (বুধবার) দিবাগত রাত আটটার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অন্তঃস্বত্ত্বা ওই কলেজ ছাত্রী একটি পুত্র সন্তান প্রসব করেছে।

শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে ভূক্তভোগী ওই ছাত্রী বলেন, ধামসর গ্রামে মৃত আব্দুস সোবাহান মৃধার ছেলে স্বপন মৃধার ব্যবসা প্রতিষ্ঠানে গত ১০ মাস পূর্বে প্রয়োজনীয় মালামাল ক্রয় করতে গেলে তাকে (কলেজ ছাত্রী) কৌশলে দোকানের পিছনে আটক করে একাধিকবার তাকে ধর্ষণ করে। বাবা ও মায়ের মৃত্যুর পর নানা বাড়ি ধামসর খ্রিস্টান পল্লীতে বসবাস করে পড়াশুনা করা ওই নির্যাতিতা আরও বলেন, স্বপনের ধর্ষণের পরে সে অন্তঃস্বত্ত্বা হয়ে পরে। বিষয়টি স্থানীয় প্রভাবশালীদের জানিয়েও কোন বিচার পাননি। এমনকি ধর্ষক প্রভাবশালী হওয়ায় তার অব্যাহত হুমকির মুখে সে মামলা দায়ের করতে পারেননি।

বুধবার দিবাগত রাত আটটার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অন্তঃস্বত্ত্বা ওই কলেজ ছাত্রীর একটি পুত্র সন্তান প্রসব করেছে। নবজাতক ওই সন্তানের পিতৃ পরিচয় চেয়েছেন ভূক্তভোগী ওই কলেজ ছাত্রী। এ ব্যাপারে নির্যাতিতা ছাত্রীর মামা বলেন, আমরা গরীব ও অসহায় হওয়ায় প্রভাবশালী স্বপন মৃধার ভয়ে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারছিনা। তিনি আরও জানান, স্বপন এর পূর্বেও একই উপজেলার মূলপাইন গ্রামের এক নারীকে ধর্ষণ করে তিন লাখ টাকা জরিমানা দিয়েছে। স্বপন প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না।

এ ব্যাপারে অভিযুক্ত স্বপন মৃধা আত্মগোপনে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে শুক্রবার বিকেলে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো .তৌহিদুজ্জামান সোহাগ জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তারপরেও বিষয়টির খোঁজ খবর নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।