ঈশ্বরদীতে গনপিটুনিতে গরু চোর নিহত
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ২০:২৪ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী ( পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীর মুলাডুলিতে গনপিটুনিতে গরু চোর নিহত নিহত হয়েছে। বৃহস্পতিবার ( ২৪ আগষ্ট) দিবাগত রাত একটার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের গোয়াল বাথান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। গ্রামবাসী জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ইদ্রিস আলীর বাড়িতে গরু চুরি করতে যান ওই ব্যক্তি। গোয়াল থেকে গরু নিয়ে পালানোর সময় বাড়ির লোকজন টের পেয়ে প্রতিবেশীদের ডাকেন। একপর্যায়ে গ্রামের তালতলা কোম্পানি মাঠে তাকে দেখতে পায় গ্রামবাসী। তারা গরুচোর সন্দেহে তাকে ধরে নিয়ে আসে। এরপর সবাই মিলে পিটুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। উপর্যুপরি মারধরের কারণেই তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । পাশাপাশি নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
আলমাস আলী