গৌরনদীতে মধ্যরাতে চলন্ত বাসে অগ্নিকান্ড

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ২০:২৭ | অনলাইন সংস্করণ

  বরিশাল ব্যুরো

গ্রিন লাইন পরিবহনের চলন্ত একটি যাত্রীবাহী এসি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) মধ্যরাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ওই বাসে ১৫-১৬ জন যাত্রীসহ কেউই হতাহত হয়নি। শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রনে নেওয়ার কাজ শুরু করি। তবে বাসটিতে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পরার আগেই বাসের ষ্টাফ ও যাত্রীরা বাস থেকে নেমে যান। ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

গৌরনদী থানার ওসি গোলাম রসুল জানান, বাসটি যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটির পেছনে থাকা ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত ঘটে। যা কিছু সময়ের মধ্যে গোটা বাসে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রন করেন। এঘটনায় কিছু সময়ের জন্য যান চলাচলা বন্ধ ছিলো। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও ওসি উল্লেখ করেন।